হুয়াওয়ে কোম্পানি মোবাইলের পাশাপাশি এবার স্মার্টওয়াচ এর বাজারে পদার্পণ করেছে। হুয়াওয়ে এবার আমাদের মাঝে নিয়ে আসছে হুয়াওয়ে ব্যান্ড ৭। দারুণ ফিচার নিয়ে আসছে এই স্মার্টওয়াচটি। অন্যান্য স্মার্টব্যান্ডের মতো এই ওয়্যারেবলটিও নানাবিধ ফিটনেস ফিচার এবং ওয়ার্কআউট মোডের সাথে এসেছে। একটানা ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে সংস্থাটি দাবি করেছে।
হুয়াওয়ে ব্যান্ড ৭ তে দেওয়া হয়েছে ১.৪৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯৪x ৩৬৮ পিক্সেল। এই ওয়াচটির ওজন দেওয়া হয়েছে মাত্র ১৮ গ্রাম এবং এর আয়তন দেওয়া হয়েছে ৪৩X২৫.৪X১০.৯৯ মিলিমিটার। যেহেতু এতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, তাই সামান্য ব্যাটারি খরচ করেই এর অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করা যাবে।
৯৬ টি ওয়ার্ক আউট মোড দেওয়া হয়েছে এই ওয়াচটিতে। সেগুলোর মধ্যে থাকছে রানিং, সুইমিং, রোয়িং সহ নানা রকম মোড। উক্ত ওয়াচটিতে দেওয়া হয়েছে ব্লুটূথ ৫.০। এটি ব্যবহারে ইউজাররা ওয়ার্কআউট ও স্পোর্টস অ্যাক্টিভিটির সময় কতটা ক্যালরি বার্ন করছেন তা জানতে পারবেন।
সুইমিংয়ের সময় অনায়াসেই এটি ব্যবহারযোগ্য। এমনকি জলের ৫০ মিটার গভীর পর্যন্ত এটি সুরক্ষিত থাকবে।