সম্প্রতি চীনে নতুন করে কভিড-১৯-এর সংক্রমণ বাড়তে শুরু করে। নিষেধাজ্ঞার কারণে সেগুলোর কার্যক্রমও বন্ধ করে দিতে হয়েছে।
বিশ্বজুড়ে চলমান সংকটের মধ্যে কোয়ালকম পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ চিপ আনবে এমন গুঞ্জন উঠেছিল। প্রাপ্ত তথ্যানুযায়ী প্রতিষ্ঠানটি তাদের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস প্রসেসর উন্মোচনের সময় পেছানোর ঘোষণা দিয়েছে।
উইবোর অন্যতম টিপস্টার জানায়, স্ন্যাপড্রাগন ৮ জেন ১-এর উত্তরসূরি চিপসেটটি ২০২২ সালের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে। এর আগে যুক্তরাষ্ট্রের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বছরের প্রথমার্ধেই ৮ জেন ১ প্লাস প্রসেসর উন্মোচনের ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু অন্যতম সরবরাহকারী স্যামসাংয়ের সমস্যা থাকায় সিদ্ধান্তে পরিবর্তন আনতে হয়।
প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকদের ধারণা, চীনে কভিড-১৯ মহামারীর প্রকোপ বাড়ায় এবং বিধিনিষেধ আরোপ করায় চিপসেটের উৎপাদন ও বাজারজাত ব্যাহত হয়েছে।