ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে ভুয়া খবর ছড়ানো ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং ব্যবহার করে দৈনিক ১০ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ অথবা ব্লক করে দেয়া হচ্ছে। এছাড়া যেকোনো ভুয়া সংবাদ ও উসকানিমূলক প্রচারণা ছড়িয়ে পড়ার আগেই তা ঠেকিয়ে দিতে ৩০ হাজার সদস্যের ৪০টি দল গঠন করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।
ভারতের লোকসভা নির্বাচনে ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগ করবে ৯০ কোটির বেশি মানুষ।
জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো নীতিবহির্ভূত তত্পরতা প্রতিরোধে ফেসবুকের গঠিত ৪০টি দল সার্বক্ষণিক কাজ করবে। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্ক, ভারত, আয়ারল্যান্ডের ডাবলিন ও সিঙ্গাপুরের বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচনকেন্দ্রিক নানা ভিডিও, অডিও ও টেক্সট পর্যবেক্ষণ করবে এ দল। সাইবার নিরাপত্তা থেকে শুরু করে প্রকৌশলসহ সব বিষয়ের বিশেষজ্ঞরা এ দলে কাজ করবেন।
এ ব্যাপারে ফেসবুকের সিভিক ইন্টেগ্রিটির ব্যবস্থাপক কৌশিক খের বলেন, ফেসবুকে প্রকাশ হওয়া কনটেন্টগুলোর কোনটি গ্রহণযোগ্য এবং নীতি লঙ্ঘন করছে কিনা, তা যাচাই-বাছাই করতেই টিমগুলো গঠন করা হয়েছে। সিভিক ইন্টেগ্রিটির রিটা অ্যাকুইনো জানান, ১৮ মাস ধরে এ নিয়ে কাজ করছেন তারা।
নির্বাচনের সময় ফেসবুক প্লাটফর্মের অপব্যবহার নিয়ে ভারতের নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলোও উদ্বেগে রয়েছে। তাদের এ উদ্বেগ প্রশমনে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া তথ্যের প্রবাহ ঠেকাতে আগের তুলনায় আরো বেশি চেক পয়েন্ট রয়েছে তাদের।
ফেসবুকের গ্লোবাল ইলেকশন বিভাগের পাবলিক পলিসি ডিরেক্টর ক্যাটি হারবাথ জানান, ভুয়া অ্যাকাউন্ট খুঁজে বের করতে স্বয়ংক্রিয় ব্যবস্থা ও মানবকর্মীর সমন্বয়ে দল গঠন করা হয়েছে। গত দেড় বছরে নিরাপত্তা ও সুরক্ষা টিমের সদস্যের সংখ্যা ১০ হাজার থেকে ৩০ হাজারে উন্নীত করা হয়েছে।
ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর বিশেষ করে জাতীয় নির্বাচনের সময় সোস্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে তত্পর হয়ে উঠেছে ফেসবুক।