বাংলাদেশে ইন্টারনেটের দাম এখন অনেকটাই কম। মাত্র ৬০ টাকায় এক এমবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে। অথচ ২০০৬ সালের দিকে এক এমবিপিএস ব্যান্ডউইথের দাম ছিল ৭৮ হাজার টাকা। এক দেশ এক রেটের আওতায় ৬০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের সুবিধা পাচ্ছে বাংলাদেশের মানুষ, এমনটাই বললেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার, ১৪ মে সন্ধ্যায় ময়মনসিংহে আইএসপিএবির আঞ্চলিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
মোস্তাফা জব্বার বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট আমাদের উচ্চগতির ডেটা দিচ্ছে যার মাধ্যমে প্রযুক্তির প্রসার ঘটছে। আগামী ২ বছরের মধ্যে পৃথিবী হবে ডেটা নির্ভর। এরই ধারাবাহিকতায় ব্রডব্যান্ড ইন্টারনেটের চাহিদা ক্রমেই বাড়তে থাকবে। ডাটার চাহিদা মেটাতে ইকো সিস্টেম দাঁড় করাতে অপটিক্যাল ফাইভার নেটওয়ার্ক জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সরকার।
ইন্টারনেটকে মানুষের শ্বাস-প্রশ্বাসের সাথে তুলনা করে মন্ত্রী বলেন, ইন্টারনেট কমমূল্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা এক দেশ এক রেট চালু করেছি। এই উদ্যোগ বিশ্বে প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ এবং আইএসপিএবির সভাপতি এমদাদুল হক।