২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আমদানি করা ল্যাপটপ কম্পিউটারের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে বৃদ্ধি পাবে ল্যাপটপের দাম।
বৃহস্পতিবার (৯ জুন) অর্থমন্ত্রী জাতীয় সংসদে নতুন এ বাজেট পেশ করেন।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, ল্যাপটপ কম্পিউটার আমদানিতে মূল্য সংযোজন কর অব্যাহতি রয়েছে। ফলে দেশীয় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই ল্যাপটপ কম্পিউটার আমদানিতে ১৫ শতাংশ মূসক আরোপ করার প্রস্তাব করছি।
নতুন মূসক আরোপের কারণে ল্যাপটপ কম্পিউটার আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মোট কর দাঁড়াবে ৩১ শতাংশ।