৩০ হাজার টাকা দামের একটি স্মার্টফোন কিনতে গ্রাহককে এখন খরচ করত হবে কমপক্ষে ৩৬ হাজার টাকা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল আজ বৃহস্পতিবার (৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় মোবাইল ফোনের ওপর যে ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন, তাতে মোবাইল ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে আগের চেয়ে আরও বেশি দাম গুনতে হবে।
বিশ্বে চিপ সংকট এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় কিছুদিন ধরে মোবাইলের দাম বেড়েছে অন্তত ১০-১৩ শতাংশ। এর মধ্যেই অর্থমন্ত্রী আমদানি করা মোবাইল ফোনের ওপর ৫ শতাংশ ভ্যাট প্রস্তাব আরোপের প্রস্তাব করেছেন। সবমিলিয়ে মোবাইল সেটের দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়বে। ফলে বর্তমানের ৩০ হাজার টাকার মোবাইলটি কিনতে হবে ৩৬ হাজার টাকায়।
এদিকে, বর্তমানে কম্পিউটার সামগ্রীর মধ্যে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও আইসিটি পণ্যে ৫ শতাংশ শুল্ক দিতে হয়। আজকের প্রস্তাবিত বাজেটে স্থানীয় শিল্পের বিকাশে ওই শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। অন্যদিকে, এসব পণ্যের ক্ষেত্রে আমদানিকারকদের ২০ শতাংশ শুল্ক দিতে হবে। ফলে স্থানীয় শিল্পে উৎপাদিত কম্পিউটার ও আইসিটি পণ্যের দাম কমতে পারে এবং বাড়তে পারে আমদানি করা এসব পণ্যের দাম।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এবারের এই বাজেট আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট। এছাড়া এটি দেশের ৫১তম এবং আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট। এবারের বাজেটের শিরোনাম ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।
করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মিলিয়ে দেশের অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব পড়ছে। জিনিসপত্রের দাম বেড়েছে অস্বাভাবিক গতিতে। ডলারের বিপরীতে বারবার টাকার দরপতন হচ্ছে। সঙ্গত কারণেই এবারের বাজেটে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, মানবসম্পদসহ বেশ কিছু খাতকে।