গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি। বুধবার (২৯ জুন) গ্রামীণফোনকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বিটিআরসি। নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞার খবরে আজ বৃহস্পতিবার পুঁজিবাজারে দেশের শীর্ষ এই মোবাইল অপারেটরটির শেয়ার দর পড়ে গেছে।
আজ লেনদেন শুরুর পরপরই ঢাকা স্টক এক্সচেঞ্জে গ্রামীণফোনের শেয়ারের দাম কমতে শুরু করে। বুধবার প্রতিষ্ঠানটির শেয়ারের সমাপনী দার ছিল ৩০০ টাকা ১০ পয়সা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় তা প্রায় ৬ টাকা কমে ২৯৪ টাকা ৯০ পয়সায় নেমে আসে।
এদিকে বিটিআরসি জানিয়েছে, গ্রাহকদের কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিত করতে পারলেই কেবল নতুন সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন।
গ্রামীণফোনের সিম বিক্রির বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। তিনি বলেন, গ্রামীণফোন গ্রাহকের মানসম্মত ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিতে পারছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সিম বিক্রি করতে পারবে না।
২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া গ্রামীণফোন বাজার মূলধন হিসেবে পুঁজিবাজারের সবচেয়ে বড় কোম্পানি।
তথ্য অনুসারে, গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।