তুষার ইসলাম ঢাকার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন । ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি উচ্চ শিক্ষার জন্য ফিনল্যান্ডের “হাগা হেলিয়া ইউনিভার্সিটিতে ” বিজনেস ও প্রসাশন বিভাগে ভর্তি হন। হ্যাঙ্কেন স্কুল অফ ইকোনমিক্স থেকে তিনি “এমবিএ” শেষ করেন ।
প্রথম থেকেই তার স্বপ্ন ছিল ব্যবসা এবং কর্মসংস্থান কেন্দ্রিক। “এমবিএ” শেষ করার পর তিনি ট্রেডিং এর মাধ্যমে তার ব্যাবসায়িক ক্যারিয়ার শুরু করেন। বিদেশে তিনি মাত্র একটি রেষ্টুরেন্ট লিজ নিয়ে তার রেষ্টুরেন্ট ব্যবসা শুরু করেন এবং ব্যবসার খুটিনাটি কৌশল গুলো শিখতে থাকেন। খুব দ্রুত তিনি আরো কয়েকটি রেষ্টুরেন্ট অধিগ্রহণ করেন এবং সফলতার সাথে ব্যবসা পরিচালনা করেন। যেহেতু তার স্বপ্ন ছিলো দেশের যুবসমাজের অর্থনৈতিক ক্ষমতায়নে অবদান রাখা তাই বিদেশে তিনি একজন সফল ব্যবসায়ী হওয়া সত্বেও ২০১০ সালে দেশে ফেরেন মুল্যবান অভিজ্ঞতা পূঁজি করে ।
দেশে ফিরে তিনি কয়েকটি ব্যবসায় জড়িত হন, এর ভিতর ঢাকার বাড়িধারা ডিওএইচএস এ অবিস্থিত “পিক এন্ড পে” সুপার স্টোরের মালিকানা গ্রহন করেন এবং নতুন সূচনার লক্ষ্যে- “শুরু হয় এক নতুন যাত্রা” ।
https://www.facebook.com/Techzoom.TV/videos/1106148750316566