এখন প্রায় প্রত্যেকেই স্মার্টফোনে স্ক্রিন লক দিয়ে রাখেন। আনলক করার জন্য পাসওয়ার্ড বা প্যাটার্ন কোড দিতে হয়। অনেকের ফোনেই আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা ফেস আনলকের ফিচারও থাকে। এর মাধ্যমে প্রাইভেসি রক্ষা করা হয়। এর পাশাপাশি ফোন চুরি হলে, আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কিং অ্যাপ, ইমেল, সোশ্যাল মিডিয়া সুরক্ষিত থাকে। কিন্তু আপনি নিজেই যদি ফোনের লকস্ক্রিনের প্যাটার্ন ভুলে যান?
ফোনের পাসওয়ার্ড, পিন বা প্যাটার্ন ভুলে গেলে এবং আনলক করতে না পারলে চিন্তা করার কিছু নেই। ঘরে বসে নিজেই এমন ডিভাইস আনলক করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইস আনলক করার পদ্ধতি জেনে নিন:
গুগল অ্যাকাউন্টের মাধ্যমে:
অন্য একটি স্মার্টফোন বা কম্পিউটারে google.com/android/devicemanager -ওয়েবসাইটে যান। সেখানে গুগল অ্যাকাউন্টে Sign In করুন। সেখানে লগ ইন করার পর আপনার স্মার্টফোনটির নাম শো করবে। সেটি সিলেক্ট করুন। তারপর এবার সেখানে একটি অপশন পাবেন, ‘Lock’ । সেখানেই নতুন পাসওয়ার্ড সেট করার অপশন থাকবে। নতুন পাসওয়ার্ড সেট করুন। এবার সেই পাসওয়ার্ডটি ব্যবহার করেই আপনার ফোন আনলক করতে পারবেন।
কোনো উপায় না থাকলে ডিভাইস ফ্যাক্টরি রিসেট করুন:
>> প্রথমে, ফোন সুইচ অফ করে নিন। তার আগে অবশ্যই ফুল চার্জ দিয়ে নেবেন।
>> এরপর টানা কিছুক্ষণের জন্য ভলিউম আপ বা ডাউন (ফোনের উপর নির্ভর করে) বাটন ও পাওয়ার বাটন একসঙ্গে চেপে ধরে রাখুন।
>> এটা করলেই ফোন রিস্টোর মোডে যাবে এবং ফ্যাক্টরি রিসেটের অপশন দেখাবে। ‘ক্লিন/ইরেজ ডেটা’ এবং ‘ক্যাশে’তে ট্যাপ করতে হবে।