ইনফিনিক্সের পরবর্তী গুরুত্বপূর্ণ হ্যান্ডসেট হতে যাচ্ছে ইনফিনিক্স জিরো আল্ট্রা ৫জি স্মার্টফোন। প্রযুক্তিপ্রেমীরা আশা করছেন এই স্মার্টফোনটির সাথে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। শুরুতে এটি আফ্রিকায় লঞ্চ হলেও শীঘ্রই এটি ভারতে আসবে।
এই স্মার্টফোনটির একটি দুর্দান্ত ফিচার হচ্ছে ১৮০ ওয়াট ফার্স্ট চার্জিং অপশন। কেননা খুব কম স্মার্টফোনই এত দ্রুত তার ব্যাটারিকে চার্জ করতে পারে।
ধারণা করা হচ্ছে ৪৫০০ অথবা ৪৭০০ মেগাহার্জের ব্যাটারি ইন্সটল করা থাকবে। পূর্বে সেলফি ক্যামেরা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া না গেলেও মনে হচ্ছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে যাচ্ছে। প্রাইমারি ক্যামেরা ২০০ মেগাপিক্সেল হলেও সাথে পোর্ট্রেট লেন্স থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর ইনফিনিক্সের এ স্মার্টফোনটি বাজারে উন্মোচিত হবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা চালিত হবে।
আসন্ন এই হ্যান্ডসেটটি ১২ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। ইনফিনিক্স জিরো আল্ট্রাকোম্পানির ১৮০ ওয়াট থান্ডার চার্জ প্রযুক্তি সাপোর্ট সহ আসবে। এই নতুন চার্জিং প্রযুক্তিটি মাত্র ৪ মিনিটে ৪,৫০০ এমএএইচ ব্যাটারির ৫০ শতাংশ চার্জ পূর্ণ করবে বলে দাবি করা হয়েছে।
ইনফিনিক্সের দাবি, নতুন এই চার্জিং প্রযুক্তির সাহায্যে মাত্র চার মিনিটের মধ্যে ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির ৫০ শতাংশ চার্জ সম্পূর্ণ করা সম্ভব হবে। ১৮০ ওয়াট থান্ডার চার্জ প্রযুক্তিতে আবার ফিউরিয়াস মোড এবং স্ট্যান্ডার্ড মোড-এই দুই ভিন্ন চার্জিং মোড রয়েছে।
ব্যবহারকারীরা ১৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং প্রদানকারী ফিউরিয়াস মোডটি একটি বাটনের ক্লিকেই সক্রিয় করতে পারবেন। ১৮০ ওয়াট মোডটি ব্যাটারিকে ৮সি হারে চার্জ করে, যাতে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা কম তৈরি হয়।