বাংলা ভাষায় ব্লগিং করার পূর্বে আপনাকে অবশ্যই কিছু বিষয় জানতে হবে – যা জানলে আপনার ব্লগিং করার পুথ সুগম হবে !
বাংলা ভাষায় ব্লগিং করা, অথবা সহজ ভাবে বলতে গেলে ওয়েব সাইট ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম জেনারেট করা অনেকটা ইনভেস্টিং এর মতো।যেকোনো ইনভেস্টমেন্টে লাভ-লস দুটোই রয়েছে। কাজেই যদি অপরিকল্পিতভাবে ব্লগিং শুরু করে থাকেন – তাহলে নির্ঘাত লোকসানের কবলে পড়তে হবে।
বাংলা ভাষায় ব্লগিং করার পূর্বে এমনই কিছু বিষয় আপনার যানা প্রয়োজন যা আপনাকে সুপরিকল্পিতভাবে ব্লগিং করতে সহায়তা করবে !
১। লো কম্পিটিটিভ কী ওয়ার্ডের ওপরে আর্টিকেল লিখুন !
ভালো মানসম্পন্ন একটি কীওয়ার্ড রিসার্চার সফটওয়্যার বা প্লার্টফর্ম ব্যবহার করুন।যদি সম্ভব তবে তবে প্রিমিয়াম ভার্সন ক্রয় করতে পারেন। কখনোই কেবল সার্চ ভলিউম দেখে আর্টিকেল লিখবেন না ! অবশ্যই সার্চ ভলিউমসের সাথে দেখতে হবে কী ওয়ার্ডের বিপরীতে কম্পিটিটর কেমন? যদি কম্পিটিটর তুলনামূলক কম হয়ে থাকে,এবং সার্চ ভলিউম যদি ১০০ এর পাশে-পাশে থাকে তবে আপনি চাইলে সেই কীওয়ার্ডের উপর আর্টিকেল লিখতে পারেন ।
লো কম্পিটিটিভ কীওয়ার্ড চেনার আরেকটি মোক্ষম উপায়ঃ
প্রথমে গুগলে আপনার বাছাইকৃত কী-ওয়ার্ডটি সার্চ করুন। লক্ষ করুন, প্রথম পেজের একদম শুরুর দিকে কোনো ওয়েব পোর্টাল রয়েছে কিনা ! সচারচর সেই সকল ওয়েব পোর্টালের দিকে নজর রাখুন যেগুলো আপনার খুবই সুপরিচিত। যদি না থেকে থাকে তাহলে বুঝতে হবে এটি একটি লো কম্পিটিটিভ কী ওয়ার্ড !
২। দায়সাড়া অনপেজ এস ই ও না করা
কখনোই ওয়ার্ডপ্রেস প্লাগিন দেখে দেখে দায়সাড়া অনপেজ এস ই ও করবেন না । এতে করে আপনার ওয়েবসাইট কখনোই র্যাংক করবে না।
অবশ্যই গুরুত্বের সাথে অনপেজ এস ই ও করতে হবে। কীওয়ার্ডগুলোকে সাবলিল ভাবে পুশ করতে হবে। যদি কোথাও ন্যাচরালী পুশ করা না যায় তবে সেটি উপেক্ষা করে চলুন !ছবিগুলোকে ভালোভালে এস ই ও করুন ! কম রেজুলেশনের ছবি ব্যবহার করার চেষ্টা করুন ! এতে করে আপনার ওয়েবসাইটের ওয়েবপেজটি লোড হতে সময় কম নেবে। তবুও জোড়-জবর্দস্তি পূর্বক কীওয়ার্ড পুশ করবেন না । এই বিষয়টি গুগল খুব সহজে ই মালুম করতে পারে, কেননা গুগল অনেক স্মার্ট ! হলিউডের এক্টরদের থেকেও স্মার্ট !
৩। সঠিক তথ্য প্রদান,লেখা আকৃষ্টকরণ ও ভাষায় সাবলিলতা বজায় রাখা
আপনার ব্লগের প্রত্যেকটি কন্টেন্টে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করুন,এবং ব্লগগুলো আকৃষ্ট করতে যা যা করণীয় সবকিছু করুন ! ভাষার সাবলিলতা বজায় রাখুন । চাইলে ছবির মাধ্যমে আর্টিকেলে আলাদা একটি সৌন্দর্য্য তৈরী করতে পারেন । একটি মার্জিত আর্টিকেলের মাধ্যেম পাঠককে ধরে রাখতে চাইলে প্রয়োজন সুন্দর ফ্রন্ট,ইউজার ফ্রেন্ডলি থিম এবং রুচিশীল ফিচার্স ইম্যাজ !
মূলত বাংলা ভাষায় ব্লগিং এর ক্ষেত্রে এইকয়টি বিষয় মাথায় রাখলে একটি আদর্শ ব্লগ সাইট তৈরী করা সম্ভব!