শাওমি রেডমি নোট ৭ প্রো ফোনে পৌঁছে গেল এমআইইউআই ১০ গ্লোবাল স্টেবেল আপডেট।এমআইইউআই ১০.২.৮.০.PFHINXM এর হাত ধরে এই ফোনে নতুন আপডেট পৌঁছেছে।
সফটওয়্যার আপডেটে শাওমি রেডমি নোট ৭ প্রো ফোনের ক্যামেরায় যোগ হয়েছে একাধিক নতুন ফিচার। এছাড়াও ছবির গুণমানে উন্নতি হয়েছে এই আপডেটে। ক্যামেরায় উন্নতির সাথেই রেডমি নোট ৭ প্রো ফোনের নতুন এমআইইউআই ১০ আপডেটে যোগ হয়েছে মার্চ মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি নোট ৭ প্রো। মার্চ মাসে এই ফোন বিক্রি শুরু হয়েছিল। রেডমি নোট ৭ প্রো ফোনের প্রধান আকর্ষন ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর Snapdragon 675 চিপসেট।
ওটিএ আপডেটের মাধ্যমে এমআইইউআই ১০ গ্লোবাল স্টেবেল রম এমআইইউআই ১০.২.৮.০ PFHINXM এর হাত ধরে রেডমি নোট ৭ প্রো ফোনে এই আপডেট পৌঁছাবে। ইতিমধ্যেই এমআইইউআই ফোরামে এই আপডেটের রিকভারি রম আর ফাস্টবুট রম এর লিঙ্ক পোস্ট করেছে শাওমি। তবে আপডেটের আগে গোটা ফোনের ব্যাক আপ নেওয়ার পরামর্শ দিয়েছে শাওমি।
এই আপডেটে রেডমি নোট ৭ প্রো ফোনের ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেল মোডে একাধিক নতুন ফিচার এসেছে। এছাড়াও উন্নতি হয়েছে পোট্রেট মোডে। কম আলোতে তোলা ছবিতেও উন্নতি হয়েছে বলে জানিয়েছে শাওমি।
ক্যামেরায় উন্নতি ছাড়াও রেডমি নোট ৭ প্রো ফোনের নতুন আপডেটে একাধিক বাগ ফিক্স হয়েছে। আর যোগ হয়েছে মার্চ মাসের অ্যানড্রয়েড সিকিরিটি প্যাচ।