ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এ৭০। এই ফোনের প্রধান আকর্ষন ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আর ট্রিপল রিয়ার ক্যামেরা। ২০ এপ্রিল ভারতে গ্যালাক্সি এ৭০ প্রি-বুকিং শুরু হবে। ১ মে শুরু হবে বিক্রি। এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে ডিউ ড্রপ নচ। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট আর ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি নোট ৭ প্রো ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছে।
কালো, নীল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম গ্যালাক্সি এ৭০ ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ওয়ানইউআই স্কিন। ফোনে থাকছে একটি ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসার,৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ।
স্যামসাং গ্যালাক্সি এ৭০ ফোনে থাকছে একটি ৩২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য গ্যালাক্সি এ৭০ ফোনে থাকছে একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
গ্যালাক্সি এ৭০ ফোনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আর ২৫ ওয়াট ফাস্ট চার্জিং।