গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের চেয়ে নির্ভরযোগ্য ও নির্ভুল একটি বিকল্প অবস্থান নির্দেশক প্রযুক্তি তৈরি করেছেন গবেষকরা। স্বয়ংক্রিয় গাড়ি, কোয়ান্টাম যোগাযোগ ও পরবর্তী প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের জন্য নতুন এ প্রযুক্তি খুবই উপযোগী। খবর টেক টাইমস।
সিস্টেমটির উদ্ভাবক ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজি, ভ্রিজ ইউনিভার্সিটি আমস্টারডাম এবং ভিএসএলের গবেষকদের দাবি, প্রযুক্তিটি ১০ সেন্টিমিটার পর্যন্ত নির্ভুলভাবে অবস্থান শনাক্ত করতে পারবে।
জিপিএস এবং ইইউ গ্যালিলিওর মতো উপগ্রহ-নির্ভর অবস্থান শনাক্তকরণ ব্যবস্থার বেশকিছু ত্রুটি রয়েছে। যেমন; ভূমিতে তাদের রেডিও ট্রান্সমিশন বেশ দুর্বল। যদি কোনো দালান বা অন্য কোনো অবকাঠামোতে সংকেত বাধাপ্রাপ্ত হয়, তাহলে এগুলো ঠিকমতো কাজ করে না। তাছাড়া নতুন প্রজন্মের ডিভাইসের জন্য যথেষ্ট কার্যকর নয় বলেও দাবি তাদের।
ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক ক্রিশ্চিয়ান টাইবেরিয়াসের মতে, পুরোনো সিস্টেমগুলো শহর এলাকায় একদমই বিশ্বাসযোগ্য নয়। আর যদি স্বয়ংক্রিয় গাড়িতে ব্যবহার করা হয়, তাহলে তা বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।
প্রযুক্তিটি পরিমার্জনের লক্ষ্যই ছিল স্যাটেলাইটের বদলে মোবাইল টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করে একটি বিকল্প পজিশনিং সিস্টেম তৈরি করা, যা জিপিএসের চেয়ে নির্ভুল হবে।
উদ্ভাবকরা বলছেন, তারা আগেই জানতেন, কিছু সংস্কার করলেই টেলিযোগাযোগ নেটওয়ার্ক একটি বিকল্প পজিশনিং সিস্টেম হয়ে উঠতে পারে, যেটি জিপিএসের চেয়ে নির্ভুল করা সম্ভব।
এ সিস্টেমটি মোবাইল ও ওয়াইফাই নেটওয়ার্কগুলোর মতোই ব্যবহার করা সম্ভব। এতে জিপিএসের সুবিধাও যুক্ত করা হয়েছে।