টুইটারের কর্মীদের সঙ্গে এক বৈঠকে নতুন মালিক ইলন মাস্ক বলেছেন, আর ছাঁটাই করা হবে না, বরং কর্মী নিয়োগ দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগে দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। খবর দ্য ভার্জ।
টুইটারের কর্মীদের ইলন মাস্ক নির্দেশনা দিয়েছেন শূন্যপদের জন্য উপযুক্ত কর্মীদের সন্ধান করতে। যদিও মাস্ক বা টুইটারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
দ্য ভার্জ জানিয়েছে, যারা সফটওয়্যারে অভিজ্ঞ তাদের চাকরির সুযোগ দেবেন ইলন মাস্ক।
শীর্ষ কর্মকর্তাসহ ৩ হাজার ৮০০ কর্মীর পর চুক্তিভিত্তিক ৪ হাজার ৪০০ কর্মী ছাঁটাই করেছেন টুইটারের নতুন প্রধান ইলন মাস্ক। এতে কর্মী সঙ্কটে পরে টুইটার।
উল্লেখ্য, দায়িত্ব নিয়ে কর্মীদের উদ্দেশে প্রথম বার্তায় মাস্ক জানিয়ে দিয়েছেন, এখন থেকে অফিসে এসেই কাজ করতে হবে। সপ্তাহে প্রায় ৮০ ঘণ্টা কাজ করতে হবে। সংস্থার আর্থিক সঙ্কট কাটাতে অন্য কোনো উপায় নেই বলেও জানিয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনী।