অনেকটাই আইফোনের ডিজাইনে বাজারে আসছে শাওমি ১৩ সিরিজ। চলতি সপ্তাহে আশার কথা থাকলেও চীনের সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে তা স্থগিত করা হয়েছে। শাওমি ১৩ সিরিজ উন্মোচনের পরই আসবে একই সিরিজের হাই-এন্ডের ফোন ১৩ আল্ট্রা। যা হবে নতুন প্রযুক্তির ক্যামেরাকেন্দ্রিক ফোন। ফোনটির ক্যামেরার কিছু ফিচার সামনে এসেছে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে, শাওমি ১৩ আল্ট্রার রিয়ার প্যানেলে ১ ইঞ্চি প্রাইমারি সেন্সরসহ কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। ডিভাইসটিতে থাকবে চারটি সেন্সর ফেজ ডিটেকশন অটোফোকাস এবং ডাইরেক্ট টাইম-অফ-ফ্লাইট প্রযুক্তি। ফেজ ডিটেকশন অটোফোকাস সাধারণত ডিএসএলআর ক্যামেরায় ব্যবহার করা হয়। ডাইরেক্ট টাইম-অফ-ফ্লাইট প্রযুক্তির মাধ্যমে দূরের আলো সনাক্ত করা সম্ভব এবং রেঞ্জের গভীরতা সেন্সরের মাধ্যমে পরিমাপ করা যাবে।
নতুন এই ফোনের ক্যামেরার তথ্য ছাড়া অন্যান্য ফিচার সর্ম্পকে কিছু জানা সম্ভব হয়নি। এদিকে জানা গেছে, শাওমি ১৩ ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন চিপসেট এবং ই৬ অ্যামোলেড ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেল সনি আই এমএক্স৯৮৯ ১-ইঞ্চি প্রাইমারি সেন্সর। প্রসেসরটি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ১২০ ওয়াট চার্জিং প্রযুক্তি।