আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন মালিক ও সিইও ইলন মাস্ক জানিয়েছেন, তার সংস্থা শিগগিরই ১৫০ কোটি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর কাজ শুরু করবে। খবর আনাদোলু।
শুক্রবার ইলন মাস্ক তার টুইটে লেখেন, এমন অনেক অ্যাকাউন্ট রয়েছে যেখানে কোনো টুইট করা হয়নি, এমনকি বছরের পর বছর ধরে লগ ইনও করা হয়নি। এমন ১৫০ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলতে যাচ্ছে টুইটার। শিগগিরই এই কাজ শুরু হচ্ছে।
গত নভেম্বরেই মাস্ক জানিয়েছিলেন, গত ১৫ বছরে সক্রিয় নয় এমন অ্যাকাউন্টগুলো তিনি মুছে ফেলবেন। ৯ নভেম্বরের এক টুইটে তিনি লেখেন, দয়া করে মনে রাখবেন, আগামী মাসগুলোতে টুইটার উল্লেখযোগ্য বেশ কিছু কাজ করবে। এর মধ্যে অন্যতম হচ্ছে, যেসব অ্যাকাউন্ট সক্রিয়, সেগুলো আমরা রাখব, আর যে সব অ্যাকাউন্টে বছরে পর বছর কোনো কার্যক্রম নেই তা আমরা মুছে ফেলব বা ডিলিট করে দেব।
গত ৩০ নভেম্বর তিনি ঘোষণা দেন, টুইটার এরই মধ্যে স্প্যাম অ্যাকাউন্টগুলো সরানো শুরু করেছে।
এর আগে অক্টোবরে তিনি একটি পোস্টের সাথে সহমত প্রকাশ করেছিলেন, যাতে পরামর্শ দেওয়া হয়েছিল, কোনো অ্যাকাউন্ট এক বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকলে সেটা মুছে ফেলা হবে।
গত অক্টোবরের শেষ দিকে দায়িত্ব নেওয়ার পর থেকে টুইটারে বলতে গেলে এক ধরনের টর্নোডো চালিয়েছেন ইলন মাস্ক। শুরুতেই তিন প্রধান নির্বাহীকে সরিয়ে দেন। এরপর এক পর্যায়ে কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করেন। যাদের চাকরি বহাল রেখেছেন, তাদেরকে আগের চেয়ে অনেক বেশি কাজ করার নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে সামাজিক এই যোগাযোগমাধ্যমটির কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আর এসবের সরাসরি প্রভাব পড়েছে আয়ের ক্ষেত্রে। টুইটারের মাসিক আয় অন্য সময়ের তুলনায় অনেকখানি নেমে এসেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।