চীনে ডেস্কটপ, নোটবুক, ওয়ার্কস্টেশনসহ সামগ্রিকভাবে কম্পিউটার বিক্রি ১৩ শতাংশ কমেছে। অন্যদিকে গত বছরের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ট্যাবলেট বিক্রি ৩ শতাংশ কমেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর আইএএনএস।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যানুযায়ী, অর্থনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রম কমে যাওয়ায় ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে ডেস্কটপ ও নোটবুকের বাজারজাত যথাক্রমে ৩১ ও ৩ শতাংশ কমেছে। এ সময় ভোক্তা পর্যায়ে ট্যাবলেটের বাজার শুধু ১৮ শতাংশ বেড়েছে।
ক্যানালিসের বিশ্লেষক এমা জু বলেন, চীনের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে চলতি বছরের শেষ প্রান্তিক বা ২০২৩ সালের শুরুতে দেশটির কম্পিউটার বাজারে বিক্রি বাড়তে পারে। বৈশ্বিক অর্থনীতির মন্থরগতি ও ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে চীনের ভেন্ডর বা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের চ্যানেলকে পুনরায় ঢেলে সাজাবে এবং মার্কেটিং কৌশলেও পরিবর্তন আনবে। কেননা এ সময় খুচরা বাজার, বিনোদন ও পর্যটন খাত আগের অবস্থায় ফিরে আসবে।
ক্যানালিস জানায়, চীনের কম্পিউটার বাজারে লেনোভো শীর্ষস্থানে থাকলেও তাদের বিক্রি ১৭ শতাংশ কমেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেল। এ প্রতিষ্ঠানের বিক্রিও আগের বছরের তুলনায় ২১ শতাংশ কমেছে। অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা এইচপির বিক্রিও ১৭ শতাংশ কমেছে। শক্তিশালী প্রচারণা ও প্রমোশনাল অফারের মাধ্যমে আসুস-হুয়াওয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে পেরেছে এবং প্রবৃদ্ধি অর্জন করেছে।
অন্যদিকে ট্যাবলেটের বাজারে অ্যাপল শীর্ষে থাকলেও প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি ৭ শতাংশ কমে গিয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আসতে পারলেও হুয়াওয়ে ও লেনোভো তৃতীয় প্রান্তিকে কঠিন পরিস্থিতিতে ছিল।