যেকোনো রোডে চলার উপযুক্ত হালকা ওজনের সাশ্রয়ী মূল্যের অ্যাডভেঞ্চার বাইক বাজারে আনতে যাচ্ছে জাপানের বিখ্যাত বাইক নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা। বাজারে আসা জনপ্রিয় এফজেড-এক্স মডেলের আদলেই নির্মিত হবে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের আপকামিং বাইকটি। উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স যুক্ত এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেলে থাকবে স্পোক যুক্ত চাকা, এলইডি হেডলাইট, এলইডি টেল লাইটসহ আধুনিক সব ফিচার।
নতুন অ্যাডভেঞ্চার বাইকে থাকবে লং ট্রাভেল সাসপেনশন, এবিএসসহ ডিস্ক ব্রেক, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং মোবাইল সংযুক্তিকরণ প্রযুক্তি। প্রতিদ্বন্দ্বিতা করবে হিরো এক্সপালস ২০০ এর সাথে।
এদিকে হালকা ওজনের কমিউটার বাইক আরএক্স১০০ পুনরায় বাজারে এনে ৮০-র দশকের সোনালী সময়কে ফিরিয়ে আনার চেষ্টা করছে ইয়ামাহা। পুরোনো এই বাইক নিয়ে বর্তমানে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কোম্পানিটি।
জানা গেছে, আরএক্স১০০ এর নতুন প্রজন্মের মডেলটি আগামীতে অধিক শক্তিশালী ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিনসহ এলইডি ডিআরএল, ইলেকট্রিক স্টার্ট এবং সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলে উন্মোচিত হবে।
উল্লেখ্য, এফজেড-এক্স রেট্রো-মর্ডান বাইকে ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। এতে রয়েছে সর্বোচ্চ পাওয়ার ও টর্ক যথাক্রমে ১২.২ বিএইচপি ও ১৩.৩ এনএম। সাথে রয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় প্রায় ১১৫ কিলোমিটার।