স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছে সরকার, আর এটি গড়ে তুলতে প্রয়োজন স্মাট নাগরিক। সেই লক্ষ্যে আগামী ২০২৫ সালের মধ্যে ১০ লাখ কোডার তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে আইসিটি বিভাগ। লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক পর্যায়ে ১০ হাজার জনকে ফ্রিল্যান্সিং, কোডিং ও প্রোগ্রামিং শেখাবে কোডর্স ট্রাস্ট বাংলাদেশ। আজ বৃহস্পতিবার আইসিটি বিভাগ ও কোডর্স ট্রাস্ট বাংলাদেশের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এই চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে ২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ বুদ্ধিদীপ্ত, সাশ্রয়ী, উদ্ভাবনী, জ্ঞানভিত্তিক, উচ্চ অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে হাইটেক পার্কগুলোতে কোডার ট্রাস্ট ১০ হাজার তরুণকে ফ্রি কোডিং শেখাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতিতে উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ এই প্রযুক্তি শিল্পকে একটা শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোডার ট্রাস্ট বাংলাদেশ চেয়ারম্যান আজিজ আহমেদ ও আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তাফা কামাল।
হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং কোডারট্রাস্ট সিইও শামসুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।