একাধিকবার টিজার প্রকাশের পর এবার রেজারের হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস এজ বাজারজাতের সময় প্রকাশ্যে এসেছে। ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাজার ভেরাইজনের সঙ্গে নতুন ডিভাইসটি বাজারজাত করতে পারে রেজার। খবর গিজচায়না।
কনসোলটি ফাইভজি নেটওয়ার্ক ও ওয়াই-ফাই দুই ভার্সনে পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা পছন্দানুযায়ী তাদের হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস সংগ্রহ করতে পারবে। রেজার এজ ওয়াই-ফাই ভার্সনের দাম হবে ৪০০ ডলার।
অন্যদিকে প্রতিষ্ঠানটির ফাউন্ডার এডিশনের সঙ্গে রেজারের হ্যামারহেড ট্রু ওয়্যারলেস ইয়ারবাড থাকবে, যার দমি হবে ৫০০ ডলার। এখন রেজার এজের ফাইভজি সংস্করণটি ভেরাইজনে এক্সক্লুসিভ হিসেবে তালিকায় থাকবে। এর দাম ৬০০ ডলার। তবে ব্যবহারকারীরা ৩৬ মাসে ১০ ডলার করে দেয়ার চুক্তিতে ৩৬০ ডলারে এটি সংগ্রহ করতে পারবে। ব্যবহারকারীরা চাইলে ফাইভজি স্মার্টফোনের সঙ্গে কনসোলটি কিনতে পারবে। এতে এজের দাম ১৮০ ডলার কমবে।
নিনতেনদো সুইচ ও স্টিম ডেকের বিকল্প হিসেবে রেজারের এজ ডিভাইস বাজারে আসতে যাচ্ছে। এদিক থেকে গেমিং ডিভাইসে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। নতুন হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮৮৮ ভিত্তিক কোয়ালকমের স্ন্যাপড্রাগন জিথ্রিএক্স জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
মোবাইল ডিভাইস হওয়ায় ব্যবহারকারীরা এখানে স্টিম ডেকের মতো সব গেম খেলতে পারবে না। প্রসেসরের সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি এলপিডিডিআর৫ র্যাম ও ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে তা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এজ হ্যান্ডহেল্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে ২৪০০x১০৮০ পিক্সেল রেজল্যুশনের ৬ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর আসপেক্ট রেশিও ২০:৯ ও রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। স্মার্টফোনের জন্য এটি যথেষ্ট হলেও হ্যান্ডহেল্ড ডিভাইসের জন্য পর্যাপ্ত নয়।