রাজস্ব তরঙ্গ ও লাইসেন্স ফি বাবদ গ্রামীণফোনকে ১ হাজার ১৬৫ কোটি টাকা; বাংলালিংক’কে ৬২৫ কোটি টাকা এবং রবি’কে দিতে হবে ৫৬৫ কোটি টাকা। সবমিলিয়ে তিন অপারেটরকে দিতে হবে আড়াই হাজার কোটি টাকা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা পরিশোধ নিয়ে আপত্তির পরিপ্রেক্ষিতে এই রায় ঘোষণা করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দেন। এর পাশাপাশি কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে আপিল বিভাগের রায়ে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমীন উদ্দিন। বিইআরসির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এএম আমীন উদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।