স্যামসাংয়ের বহুল কাঙ্ক্ষিত স্মার্টফোন গ্যালাক্সি এস২৩ সিরিজ উন্মোচন হতে পারে আগামী মাসে। নতুন ডিভাইনটি উন্মোচনের দিন ঘনিয়ে এলেও ডিভাইসটি দেখতে কেমন হবে তা অবশ্য এখনও প্রকাশ করেনি স্যামসাং। তবে ডিভাইসটির আসল ছবি ও ডিজাইন ফাঁস করার দাবি জানিয়েছে জার্মান প্রযুক্তি সাইট উইনফিউচার।
ফাঁস করা ছবিতে এস২৩ সিরিজের নকশা বা ডিজাইনের তথ্যের পাশাপাশি রঙের বিষয়েও জানা গেছে। উইনফিচারের তথ্য অনুসারে, নতুন সিরিজের ডিভাইসগুলো আগের কোনো মডেলের ভিত্তিতে তৈরি কোনো ছবি নয়। বরং স্যামসাংয়ের বাণিজ্যিক প্রচারণার আনুষ্ঠানিক ছবি।
যে ছবি ফাঁস হয়েছে সেখানে দেখা গেছে আগের গ্যালাক্সি এস২২-এর মতো নতুন সিরিজে ক্যামেরা আইল্যান্ড ফিচারটি থাকবে না। তিনটি ক্যামেরা আলাদাভাবে বসানো থাকবে। ফাঁস হওয়া রঙে দেখা যাচ্ছে এতে থাকবে কালো, সাদা, সবুজ ও গোলাপি রঙ।
এর আগে টিপস্টার আইস ইউনিভার্স দাবি করে, গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে। এরইমধ্যে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে এনেছে শাওমি। বলা হচ্ছে, শাওমি থেকে স্যামসাংয়ের এই ক্যামেরা অনেকটা এগিয়ে থাকবে। এর মাধ্যমে কম আলোতে দুর্দান্ত ছবি তোলা সম্ভব হবে। পাশাপাশি রাতের অন্ধকারে ভালো ভিডিও করা যাবে।
তথ্য অনুসারে, এস২৩ আল্ট্রায় থাকবে ৬.৮ ইঞ্চি কিউএইচডি প্লাস ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে ফাস্টার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। আরও থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর।
সিরিজের অন্যান্য বেস মডেলের ফোনে থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। পাশাপাশি থাকবে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং একটি ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।