স্মার্টফোনের বৈশ্বিক বাজারে চীনের উৎপাদনকারী প্রতিষ্ঠান Xiaomi বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন থেকে শুরু করে ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতেও প্রতিষ্ঠানটির একাধিক ডিভাইস রয়েছে। Xiaomi 12s সিরিজ বাজারজাতের সময় প্রতিষ্ঠানটি বড় বিবৃতি দিয়েছিল। Xiaomi 13 সিরিজও সে পথেই রয়েছে।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেয়া এক পোস্টে শাওমির প্রতিষ্ঠাতা লেই জুন জানান, প্রচলিত সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় Xiaomi 13-এর ডিসপ্লে ব্রাইটনেস সবচেয়ে বেশি। শাওমির দাবি, ১৩ সিরিজের ডিভাইসে ব্যবহূত ডিসপ্লে উন্নত মানের এবং ব্যবহারকারীরা কোনো কিছুর অভাব অনুভব করবে না।
প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, Xiaomi 13 সিরিজের সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার ৯০০ নিটস পর্যন্ত পৌঁছতে সক্ষম, যেখানে বৈশ্বিকভাবে উজ্জ্বলতার হার ১ হাজার ২০০ নিটস এবং ডিসপ্লেতে শক্তির ব্যবহার ২২ শতাংশ কম। এ স্মার্টফোনে স্যামসাংয়ের হালনাগাদ ই৬ স্ক্রিন উপাদান ব্যবহার করা হয়েছে। এটি মূলত স্যামসাংয়ের বাজারজাতকৃত ষষ্ঠ প্রজন্মের স্ক্রিন সাবস্ট্রেট।
শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইসে স্যামসাংয়ের যে ই৬ সাবস্ট্রেট স্ক্রিন ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চ উজ্জ্বলতা ৯০০ নিটস, যা ই৫ সাবস্ট্রেটের তুলনায় বেশি এবং ই৪-এর তুলনায় ১ হাজার ১০০ নিটস বেশি। ডিভাইসটির স্ক্রিন টু বডি রেশিও ৯৩ দশমিক ৩ শতাংশ।
ব্যাটারি লাইফের দিক থেকেও Xiaomi 13-তে যথেষ্ট উন্নতি হয়েছে। ডিভাইসটিতে 4 হাজার 500 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। অফিশিয়াল পরীক্ষার তথ্যানুযায়ী, শাওমি ১৩-এর ব্যাটারি ব্যাকআপ প্রায় দেড় দিনের কাছাকাছি, যা iPhone 14 Pro Max চেয়েও বেশি।
Xiaomi 13 Pro স্মার্টফোনে কেমন ফিচার থাকবে দেখে নিন
Xiaomi 13 Pro স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন 1440 x 3200 পিক্সেল। ডিসপ্লের সাইজ হবে 6.73 ইঞ্চি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে Qualcomm SM8550 Snapdragon 8 Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর।
Xiaomi 13 Pro স্মার্টফোনে 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। Xiaomi 13 Pro হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা 50.3 মেগাপিক্সেল।
পাশাপাশি মোবাইলটির সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 4820 মেগাহার্জ এর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 120 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Xiaomi 13 Pro স্মার্টফোনের প্রাইস 55 হাজার রুপি ও 67 হাজার টাকা।