নকিয়া সি০২ মডেলের স্মার্টফোনটি শীঘ্রই বাজারে আসবে বলে জানিয়েছে মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। নতুন মডেলের স্মার্টফোনটিতে অ্যানড্রয়েড গো এডিশন রয়েছে। বর্তমান স্মার্টফোনগুলোর ব্যাটারি সাধারণত খোলা যায় না। কিন্তু এই ফোনের ব্যাটারি খোলা যাবে, যা একটি চমক বটে! খুব শীঘ্রই নকিয়া সি০২ মডেলের মোবাইলটি বাজারে আসবে আশা করা হচ্ছে। চলুন জেনে নিই এই ফোনের ফিচারগুলো।
নকিয়া সি০২ স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে অ্যানড্রয়েড ১২ (গো এডিশন) দেওয়া হয়েছে। ফোনটিতে এফডাব্লিউভিজিএ+ রেজ্যুলেশনসহ ৫.৪৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ফোনে পাতলা বেজেল এবং পলিকার্বোনেট ফ্রেম দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে কোয়াডকোর প্রসেসর। এতে র্যাম ২ জিবি এবং রম ৩২ জিবি। স্টোরেজ দেওয়া হয়েছে।
মোবাইলটিতে সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং পেছনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ক্যামেরায় পোর্ট্রেট, টাইম ল্যাপস, বিউটি মোডও রয়েছে।
ফোনটিতে ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.২, মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মি.মি. অডিও জ্যাক রয়েছে। এটিতে ৩ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মোবাইলটির ওজন ১৯১ গ্রাম।
মোবাইলটি পাওয়া যাবে দুইটি কালার ভ্যারিয়েন্ট— চারকোল গ্রে এবং সায়ান।