আরো ২০০ কর্মী ছাঁটাই করেছে ইলোন মাস্ক মালিকানাধীন মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। ২৬ ফেব্রুয়ারি দ্য নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
এবার প্লাটফর্মটির মেশিন লার্নিং ও সাইটের বিশ্বাসযোগ্যতা বিভাগের সঙ্গে সম্পৃক্ত প্রডাক্ট ম্যানেজার, ডাটা সায়েন্টিস্ট ও ইঞ্জিনিয়ারদের ছাঁটাই করা হয়েছে। এ বিভাগ দুটির মাধ্যমে টুইটারের বিভিন্ন ফিচার চালু রাখা হতো। এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ছাঁটাইয়ে ফলে টুইটারের বর্তমান কর্মীসংখ্যা ২ হাজারের কাছাকাছি নেমে এল।