স্মার্টফোনের বাজারে এখনকার ট্রেন্ড ফোল্ডিং ফোন। কিন্তু হালআমলের এই ফোনের দাম অনেক। ফলে সাধ থাকলেও অনেকেরই সাধ্য নেই। সাধ আর সাধ্যের সমন্বয় করতে মাঠে নামল টেকনো। প্রতিষ্ঠানটি শিগগিরই সাশ্রয়ী দামের ফোল্ডিং ফোন আনছে। মডেল টেকনো ফ্যান্টম ভি ফোল্ড।
টেকনো দাবি করছে এই ফোন বাজারে আনলে ফিচার্সে স্যামাসাংকেও টেক্কা দিবে।
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে ফোল্ডেবল ফোনের কথা ঘোষণা করেছে ওয়ানপ্লাস। স্য়ামসাং, অপো, মটোরোলার সঙ্গে টেক্কা দিতে এ বছরই বাজারে ফোল্ডেবল ফোন আনছে ওয়ানপ্লাস। সেই মঞ্চেই ফোল্ডেবল স্মার্টফোন আনার কথা ঘোষণা করে দিল টেকনো।
টেকনোর ফ্যান্টম ভি ফোল্ড দেখতে অনেকটাই স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ডের আদলে তৈরি করা হয়েছে মোবাইলটিকে। গ্লোবালি ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ফোনটি।
টেকনোর ফোল্ডিং ফোনে ৭.৮৫ ইঞ্চির প্রাইমারি ফ্লেক্সিবল এএমওএলইডি স্ক্রিন থাকবে। এই ডিসপ্লেতে ২কে স্ক্রিন রেজুলেশন পাওয়া যাবে। এছাড়াও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট। রয়েছে এলটিপিও টেক ও ১১০০ নিটস পিক ব্রাইটনেসও। হাা
এছাড়াও ডিউরেবিলিটির জন্য ড্রপ ডিজাইনের সঙ্গে অ্যারোস্পেস-গ্রেড হিঞ্জ ব্যবহার করা হয়েছে মডেলটিতে। থাকছে বড় গোলাকার রিয়ার ক্যামেরা হাম্প, তার সঙ্গে পাচ্ছেন স্কিন ফ্রেন্ডলি লেদার ব্যাক প্যানেল। ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালার ভেরিয়েশনে মিলবে ফোনটি।
ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে ফোনটি। যেখানে থাকছে ৫০ মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, থাকছে ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ১৩ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সাবস্ক্রিনে থাকছে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। এর সঙ্গেই একগুচ্ছ ক্যামেরা মোড পাবেন। থাকছে সুপার নাইট মোড, সুপার নাইট পোর্ট্রেট, নাইট 4K ভিডিয়ো ছাড়াও আরও নানা কিছু।
ফ্যান্টম ভি ফোল্ড ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট। যা আসছে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে ফ্লিপ ফোনটি। থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি। এই ব্যাটারি চার্জ করার জন্য ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার দেবে টেকনো।