বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন অতিরিক্ত সচিব রেজাউল করিম। এর আগে তিনি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার (৬ মার্চ) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. তবিবুর রহমান, পরিচালক (কারিগরি) সৈয়দ জহুরুল ইসলাম এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সব কর্মকর্তা এবং আওতাধীন সব প্রকল্পের পরিচালক ও উপ-পরিচালকরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রেজাউল করিম সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আগামী দিনে আরও গতিশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোহাম্মদ রেজাউল করিম ১৩তম বিসিএস-এর কর ক্যাডারের কর্মকর্তা। তিনি সহকারী কমিশনার (কর) হিসেবে ১৯৯৪ সালে যোগদান করেন। তিনি ২০১৩ সালে উপসচিব পদে, ২০১৯ সালে যুগ্ম-সচিব এবং ২০২২ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন রেজাউল করিম।