গুগল ট্রান্সলেটের ওয়েব ভার্সনে নতুন ফিচার যুক্ত হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা ছবি থেকে টেক্সট তৈরি করতে পারবে। অন্য কথায় ছবিতে থাকা লেখাগুলো স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে। গুগল লেন্সে যে অগমেন্টেড রিয়ালিটিভিত্তিক ট্রান্সলেট টুল ব্যবহার করা হয়ে থাকে এখানেও একই প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
ক্রোম বা যেকোনো ব্রাউজার থেকে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে গেলে ওপরের দিকে ইমেজ ট্যাবটি দেখা যাবে। আগে শুধু টেক্সট, ডকুমেন্টস ও ওয়েবসাইট অপশন ছিল। অপশনটি নির্বাচন করে কম্পিউটারে থাকা কোনো ছবি আপলোডের পর সাধারণ টেক্সটের মতো লেখা আসবে।
ওয়েব ইন্টারফেসে ব্যবহারকারীরা অনুবাদ হওয়া ছবি ডাউনলোড করতে পারবে বা শুধু লেখা কপি করে নিতে পারবে। বর্তমানে ১১৩টি সোর্স ভাষা ও ১৩৩টি ডেসটিনেশন ভাষায় এ ফিচার ব্যবহার করা যাবে।
অনুবাদের রেজাল্টের নিচে লেন্স ট্রান্সলেট লেখা রয়েছে। মূলত গুগল লেন্সে যে অগমেন্টেড রিয়ালিটিভিত্তিক ট্রান্সলেশন প্রযুক্তি ব্যবহার করা হয় এখানেও তা রয়েছে।