নিউইয়র্কের ওসমান বাহ নামে এক শিক্ষার্থী প্রযুক্তি কোম্পানি অ্যাপলের বিরুদ্ধে শতকোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছে। ওই কিশোরের অভিযোগ, অ্যাপলের ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ভুল করে কয়েকটি অ্যাপল স্টোরে চুরির ঘটনায় তাকে সম্পৃক্ত করেছিল। এটা ছিল মারাত্মক ভুল। যে কারণে গত নভেম্বরে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। খবর ব্লুমবার্গ।
১৮ বছর বয়সী ওসমান বাহের অভিযোগ, নিউইয়র্কে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। অ্যাপল স্টোরে চুরির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত সোমবার ম্যানহাটনের আদালতে দায়েরকৃত মামলায় ওসমান বাহ দাবি করে, গ্রেফতারি পরোয়ানায় যে ছবি যুক্ত ছিল, সেটা তার ছিল না। অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ভুলভাবে চোরের চেহারার সঙ্গে তাকে মিলিয়েছে। এ ভুলের জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল।
ওসমান বাহ মামলায় উল্লেখ করে, তার লার্নারস পারমিট হারিয়ে গিয়েছিল। কিন্তু তাতে তার ছবি ছিল না। খুব সম্ভবত অ্যাপল স্টোরে চোরেরা তা খুঁজে পেয়েছিল এবং ব্যবহার করেছে। বোস্টনের এক অ্যাপল স্টোরে যে সময়ে চুরির জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তখন সে ম্যানহাটনের একটি অনুষ্ঠানে ছিল।
ওসমান বাহ দাবি করে, অ্যাপলের অবহেলার কারণে কয়েকটি রাজ্যে অ্যাপল স্টোরে চুরির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও এর আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা আইন লঙ্ঘনের অভিযোগ ছিল না। অ্যাপলের কারণে তাকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে। গ্রেফতারের ঘটনায় সে অপমানিত, ভীত ও গভীরভাবে উদ্বিগ্ন।