মানুষের দৈনন্দিন জীবনে স্মার্টফোন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বিভিন্ন ফিচার ও সুবিধার কারণে সেলফোনের পুরুত্ব বাড়ছে। যেকোনো স্মার্টফোন পকেটে রাখলেই বাড়তি ওজন অনুভূত হয়। তবে বেশকিছু প্রযুক্তির কল্যাণে আগামী পাঁচ বছরের মধ্যে স্মার্টফোনের পুরুত্ব ও ওজন দুই কমবে।
বিভিন্ন প্রযুক্তির মধ্যে বর্তমানে তিনটি বেশ আলোচনায় রয়েছে। যেগুলো পরের পাঁচ বছর স্মার্টফোনকে আরো হালকা গড়নের করে তুলতে সহায়তা করবে।
গ্রাফিন ব্যাটারি: বর্তমান সময়ে স্মার্টফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। তবে এর জায়গা দখলে নিচ্ছে গ্রাফিন ব্যাটারি। এটি একস্তরের কার্বন অ্যাটমসহ একটি হেক্সাগনাল ল্যাটিসের মধ্যে তৈরি হয়ে থাকে। এর বেশকিছু কার্যকর বৈশিষ্ট্য রয়েছে। যার মধ্যে অধিক শক্তি ধারণক্ষমতা, নমনীয়তা, পরিবাহিতা ও স্বচ্ছতা উল্লেখযোগ্য। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের আশা বর্তমানে প্রচলিত লিথিয়াম আয়নের পরিবর্তে গ্রাফিন অধিক শক্তি ধারণক্ষমতা, দ্রুত চার্জিং ও দীর্ঘস্থায়ী ব্যবহারের সুবিধা দেবে। শাওমি, অপো, স্যামসাংসহ বিভিন্ন কোম্পানি গ্রাফিনের মতো নতুন ব্যাটারি প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। এর মাধ্যমে অল্প জায়গায় অধিক শক্তি সংরক্ষণ করা যাবে, যা ডিভাইসের ওজন ও পুরুত্ব কমাতে সহায়তা করবে।
রোলেবল ডিসপ্লে: রোলেবল ডিসপ্লে এমন ধরনের স্ক্রিন যা প্রয়োজনের সময় ব্যবহার শেষে পেঁচিয়ে বা ভাঁজ করে রাখা যায়। ডিভাইসের ওজন না বাড়িয়েই বড় পরিসরে এ ডিসপ্লে ব্যবহার করা যায়। রোলেবল ডিসপ্লে অর্গানিক লাইট এমিটিং ডায়োড (ওএলইডি) প্রযুক্তির ওপর ভিত্তি করে নির্মিত, যা কম বিদ্যুৎ ব্যবহার করে উজ্জ্বল ও রঙিন ছবি দেখিয়ে থাকে। মটোরোলা ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠান এরই মধ্যে তাদের রোলেবল স্মার্টফোনের প্রটোটাইপ দেখিয়েছে।
আন্ডার ডিসপ্লে ক্যামেরা: তিনে থাকা প্রযুক্তিটি হচ্ছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা। এ ধরনের ক্যামেরা ডিভাইসের ডিসপ্লের নিচে থাকে। ফলে কোনো নচ বা হোল পাঞ্চের প্রয়োজন হয় না। এটি উন্নত ভিউয়িং অভিজ্ঞতা দেবে। ফলে ডিভাইসের ওজন ও পুরুত্বও কমবে। আন্ডার ডিসপ্লে ক্যামেরা (ইউডিসি) ট্রান্সপারেন্ট ওএলইডি পিক্সেল ব্যবহার করে থাকে। জিটিই ও শাওমির মতো প্রতিষ্ঠান এরই মধ্যে আন্ডার ডিসপ্লে ক্যামেরার ডিভাইস বাজারে নিয়ে এসেছে। প্রযুক্তিটি এখনো প্রাথমিক পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রযুক্তিবিদদের ধারণা, আগামী পাঁচ বছরের মধ্যে ইউডিসির ছবির গুণগত মান কয়েক গুণ বাড়বে।