চীনের নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞায় বড় ধরনের লোকসানের ঝুঁকিতে রয়েছে মাইক্রন টেকনোলজি। নিষেধাজ্ঞার কারণে মূল কিছু খাতে কোম্পানির বিক্রি বাধাগ্রস্ত হচ্ছে। যে কারণে মেমোরি চিপ উৎপাদনকারী কোম্পানিটির বাজার হিস্যা ২ শতাংশ কমেছে।
চীনে যে সদর দপ্তর রয়েছে সেখান থেকে অর্ধেকের বেশি আয় কমে যাওয়ার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের কোম্পানিটি, যা কোম্পানির মোট আয়ের প্রায় দুই অংকের শতাংশের সমান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন যন্ত্রাংশ ও চিপ মেকিং টুল চীনে রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের শঙ্কা সামরিক খাতে সক্ষমতা বাড়াতে চীন এসব প্রযুক্তি ব্যবহার করবে।
ওয়াশিংটনের পর প্রথমবারের মতো বেইজিং মাইক্রনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মে মাসে চীনের সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা জানায়, মাইক্রন সিকিউরিটি রিভিউয়ে ব্যর্থ হয়েছে। এরপর দেশটির গুরুত্বপূর্ণ সব খাতে কোম্পানিটির পণ্য ব্যবহার ও ক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।