ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নিয়ে কাজ করছে, এমন কোম্পানিগুলোর সঙ্গে পক্ষপাতমূলক আচরণ না করতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এছাড়া হুয়াওয়ে টেকনোলজিসের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অন্য দেশের চাপ আমলে না নেয়ারও পরামর্শ দিয়েছে চীন।
টেলিকম সরঞ্জাম নির্মাতা বিশ্বের বৃহত্তম কোম্পানি চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস। এ কোম্পানির তৈরি যন্ত্রাংশের মাধ্যমে চীন অন্য দেশগুলোর ওপর নজরদারি করে থাকে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। কারণটি উল্লেখ করে মিত্র দেশগুলোকেও হুয়াওয়ের তৈরি পণ্য ব্যবহারে নিরুৎসাহী করছে যুক্তরাষ্ট্র সরকার। যদিও নিজেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বরাবর প্রত্যাখ্যান করেছে হুয়াওয়ে।
গত বুধবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) দেশের ফাইভজি নেটওয়ার্কের প্রধান অবকাঠামোগুলো নির্মাণে হুয়াওয়ের পণ্য ব্যবহার করবে না। নন-কোর পার্টসগুলোতেও হুয়াওয়ের অংশীদারিত্বের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সানডে টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে চীনের রাষ্ট্রদূত লিও শিয়াওমিং হুয়াওয়ের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি লিখেছেন, নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে হুয়াওয়ের ভালো রেকর্ড রয়েছে। ব্রিটেনকে অবশ্যই স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং তা হতে হবে জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে।
তিনি আরো লেখেন, ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে নিরাপত্তাগত যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা বোধগম্য এবং এটির নিয়ন্ত্রণ সম্ভব। এই ঝুঁকিগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কিন্তু এসব ঝুঁকি নিয়ে খুব বেশি উদ্বেগের কিছু নেই।