বিভিন্ন সময়েই বিভিন্ন প্রডাক্টে নানা ধরণেরঅফার এবং ডিল লাইভ থাকে Flipkart-এ । এই অনলাইন শপিং প্ল্যাটফর্মে প্রতিদিন দুর্দান্ত অফারে স্মার্টফোন কেনার সুযোগও থাকে।
পুজোর মরশুমে হয়নি কিন্তু এখন কি আপনিও যদি একটি নতুন বাজেট স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ ফ্লিপকার্টে পোকো সি৩১ খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। জেনে নিন ধামাকা অফারে আপনি কোন ফোনের লাভ পেতে পারেন৷
ফ্লিপকার্টে লাইভ হওয়া অফার থেকে জানা গেছে যে এই ফোনটি ১০,৯৯৯ টাকার বদলে মাত্র ৭,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। আপনি যদি এটি কিনতে সিটি ব্যাঙ্ক কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি আরও ১০% এর তাৎক্ষণিক ছাড়ও দেওয়া হবে। এই ফোনটিকে ৮ হাজারেরও কম দামে পোকো-এর সেরা ফিচার্স দেওয়া ফোন হিসেবে দাবি করা হচ্ছে৷
পোকো সি৩১ ফোনে একটি ৬.৫৩-ইঞ্চি HD+ (৭২০x১,৬০০ pixels) LCD ডিসপ্লে রয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এটি টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেট এবং ওয়াটারড্রপ স্টাইল নচ । এছাড়াও, ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি ৩৫ প্রসেসর দিয়ে তৈরি, যার সঙ্গে ক্রেতা ৪ জিবি পর্যন্ত র্যাম পাবেন। এর ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি , যা একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
ক্যামেরা হিসাবে, পোকো সি৩১ এ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাথমিক ক্যামেরা 13 মেগাপিক্সেল। এছাড়া এতে রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এর ক্যামেরায় ব্যবহারকারীদের ফেস ডিটেকশন অটোফোকাস, এইচডিআর, এআই পোর্ট্রেট মোড, ফেস রেকগনিশন, এআই সিন ডিটেকশন এবং নাইট মোডের মতো বৈশিষ্ট্য দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
পাওয়ার জন্য, পোকো সি৩১ -এর ব্যাটারি ৫,০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দাবি করা হয়েছে যে এটি দুই দিন আরামে চলতে পারে। এই ব্যাটারি ৫৪০ ঘন্টা স্ট্যান্ডবাই, ৩০ ঘন্টা ই-লার্নিং, ৩৪ ঘণ্টা পর্যন্ত VoLTE কলিং টাইম প্রদান করে৷ যোগাযোগের জন্য, এই ফোনে রয়েছে ডুয়াল VoLTE এবং VoWiFi, ৩.৫mm অডিও জ্যাক, Wi-Fi ৮০২.১১ b/g/n, Bluetooth v5 এবং মাইক্রো USB পোর্ট।