মোবাইলের চার্জ ফুরিয়ে যেতে পারে যে কোনও সময়। চার্জার থাকলেও ইলেক্ট্রিক ব্যবস্থা না থাকলে চার্জ দেওয়া সম্ভব হয় না। তবে এবার আবিষ্কার হলো লেবু দিয়েই মোবাইল চার্জ করা যাবে!
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, লেবু দিয়ে নাকি বিদ্যুৎ ছাড়াই মোবাইল ফোন চার্জ দেওয়া সম্ভব। এটা কি কখনও হতে পারে? সামান্য একটা পাতি লেবু দিয়ে মোবাইল ফোন চার্জ করা যাবে।
যদি এটি সত্যি হয় তবে তো কোনো কথাই নেই। অর্থাৎ এখন থেকে সঙ্গে আর চার্জার রাখার দরকার পড়বে না, কোথাও গিয়ে প্লাগ পয়েন্টও খুঁজতে হবে না। ব্যাগে একটা পাতি লেবু রেখে দিলেই হবে। যখন খুশি, যেখানে খুশি লেবু কেটে নিলেই হয়ে যাবে আপনার মোবাইল চার্জ।
সম্প্রতি এমনই একটি ভিডিও ইউটিউবে ভাইরাল। একটি নয়, একাধিক ভিডিও। যেগুলিতে দাবি করা হচ্ছে যে, পাতি লেবু দিয়েই নাকি মোবাইল ফোনে চার্জিং সম্ভব। অবশ্য এটি আদতেও সম্ভব কিনা তা আমাদের জানা নেই। তবে ইচ্ছে করলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন।