বাজারে আসার পর জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে ছিল ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। সম্প্রতি মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটারের বিকল্প হিসেবে প্রকাশ্যে আসে থ্রেডস। এরপর প্রযুক্তি খাতের আলোচনা মোড় নেয় অন্যদিকে। হারানো সে প্রভাব ফিরে পেতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ওপেনএআই। শিগগিরই অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য চ্যাটজিপিটি আনবে কোম্পানিটি।
এক টুইট বার্তায় ওপেনএআই জানা, আগামী সপ্তাহেই চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ চালু হবে। তবে কবে নাগাদ এটি প্রকাশ্যে আসবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। কয়েক মাস আগেই আইফোন ও আইপ্যাডের জন্য অ্যাপটির আইওএস সংস্করণ চালু করেছে কোম্পানিটি। এরই মধ্যে গুগল প্লে স্টোরে অ্যাপটির প্রিঅর্ডার শুরু হয়েছে। মে মাসে এর আইওএস সংস্করণ উন্মোচনের সময় ওপেনএআই বলেছিল, তারা শিগগিরই এর অ্যান্ড্রয়েড সংস্করণ আনবে।
অন্যদিকে, গুগলের চ্যাটবট বার্ডের এখনো কোনো মোবাইল অ্যাপ চালু হয়নি। কেবল ওয়েবভিত্তিক ইন্টারফেসের মাধ্যমে এটি ব্যবহার করা যায়। তবে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণে ব্যবহারকারীরা অপেক্ষা করতে না চাইলে তারা মাইক্রোসফটের বিং অ্যাপটি ব্যবহার করতে পারেন। ফেব্রুয়ারি থেকেই অ্যাপটির অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণ পাওয়া যাচ্ছে, যেখানে ব্যবহৃত হয়েছে মাইক্রোসফটের প্রমিথিউজ মডেল ও জিপিটি ৪ প্রযুক্তি।
জুনে চ্যাটজিপিটির ওয়েব ট্রাফিক ও অ্যাপটির ইনস্টল সংখ্যা কমে যাওয়া নিয়ে বাজার বিশ্লেষক কোম্পানি সেন্সর টাওয়ার ও সিমিলার ওয়েবের তথ্য প্রকাশ পাওয়ার পরই অ্যাপটি চালুর ঘোষণা দিল ওপেনএআই। গত কয়েক দিনে জিপিটি ৪-এর গতি কমা নিয়ে প্রকাশ্যেই অভিযোগ জানিয়েছেন ব্যবহারকারীদের একটি অংশ।