তালা ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাসা-বাড়ি, লাগেজ কিংবা বিভিন্ন জিনিসপত্রের নিরাপদ রাখতে ব্যবহৃত হয় তালা। অর্থাৎ কোনো কিছু তালাবদ্ধ রাখতে এই ছোট্ট যন্ত্রটির তুলনা নেই। তালা তো হররোজ ব্যবহার করেন। কিন্তু তার নিচের অংশে ছোট্ট একটি ছিদ্র খেয়াল করেছেন? কখনো কি ভেবেছেন কেন তালাকে এই ছিদ্রটি দেওয়া হয়?
যত দিন যাচ্ছে বিজ্ঞান উন্নত হচ্ছে কিন্তু তালা-চাবির বিশেষ কিছু পরিবর্তন হয়নি। তাই এই সম্পর্কে অনেক তথ্যই আমাদের অজানা। তালার তলায় একটি ছোট্ট ছিদ্র রয়েছে এর কার্যকারিতা কি জানেন কি? ৯০% মানুষের কাছে এর উত্তর নেই।
প্রায় চার হাজার বছর আগে মিশরীয়রা তালা-চাবির আবিষ্কার করেছিলেন। এরপর থেকেই বিভিন্ন রকমের তালা-চাবি আমরা দেখতে পাই। তবে একটু খেয়াল করলে দেখবেন তাহলে নিচে একটি ছোট্ট ছিদ্র থাকে। এটি দেখতে ক্ষুদ্র হলেও এর কার্যকারিতা অনেক বড়। সহজভাবে বলতে গেলে একটি তালাকে সঠিকভাবে চালনা করে এই ছিদ্রটি। তালাকে দীর্ঘদিন যাবত ঠিক রাখাই হলো এর কাজ।
সাধারণত তালা দরজার বাইরে দিকে লাগানো থাকে তাই রোদ-বৃষ্টি পানি ইত্যাদি নোংরা তালার মধ্যে ঢুকে যায়। কিন্তু তালা নিচে থাকা এই ছোট্ট ছিদ্রটির মধ্য দিয়ে সমস্ত পানি এবং নোংরা জলীয় পদার্থ বের হয়ে যায়। এমনকি তালাতে মরিচাও ধরে না। দূষিত পদার্থ ও পানি এই ছিদ্রের মাধ্যমে বেরিয়ে যাওয়ার ফলেই দীর্ঘদিন তালাটি ভালো থাকে। এছাড়াও অনেক সময় তালা সারানো মেকানিক এই ছিদ্র দিয়ে চিকন একটি তার প্রবেশ করিয়ে নষ্ট তালা মেরামতও করে থাকেন।
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন তালার মধ্যে এই ছিদ্রটি ছোট হলেও এর কার্যকারিতা অনেক। এই ছিদ্র থাকে বলেই তালাকে আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারি। এমনটা না হলে কিছুদিন পরপরই আমাদের নতুন তালা চাবি কিনতে হত।