নতুন স্মার্টফোন লঞ্চ হওয়ার তারিখ নিশ্চিত করেছে আইকিউ। কেমন ফিচার্স এবং কত দাম থাকতে চলেছে এই ফোনের জেনে নেওয়া যাক। চোখের পলকে চার্জ হবে স্মার্টফোন। হ্যাঁ এমনই দুর্ধর্ষ ফিচার্স সহ হ্যান্ডসেট আনছে আইকিউ, যা টক্কর দেবে OnePlus 11R এবং Nothing Phone 2-কে। সংস্থা নিশ্চিত করেছে iQOO 7 Neo Pro লঞ্চ হবে 4 জুলাই তারিখে। ফোনটি হাতে আসতে বেশ কিছুদিন বাকি থাকলেও এরই মধ্যে অনেক ফিচার্স ফাঁস হয়েছে ইন্টারেনেটে।
গেমারদের জন্য তো এই ফোনে অজস্র সুবিধা থাকছেই পাশাপাশি যারা মাল্টি টাস্কিং এবং ক্যামেরা বেশি ব্যবহার করতে চান তারাও খুব একটা নিরাশ হবে না এই ফোনের উপর। দেরি না করে তাহলে চলুন স্মার্টফোনের কিছু সম্ভাব্য স্পেকস জেনে নেওয়া যাক।
এই স্মার্টফোনে মিলবেকোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেল 1 প্রসেসর যা অবশ্যই বড় চমক। কারণ এটি একটি ফ্ল্যাগশিপ চিপসেট, এই প্রসেসর আপনাকে স্মার্টফোনে ভারী লোড নিয়ে ব্যবহার করতে সাহায্য করবে। এ ছাড়া মিলবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং।
সংস্থার দাবি, মাত্র ৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা যাবে। ফুল চার্জ হতে সময় লাগবে ৩০মিনিটের কম। গেমারদের জন্য এই ফোনে থাকছে মোশন কন্ট্রোল এবং আলাদা একটি গেমিং চিপ। এই মোশন কন্ট্রোল থাকার ফলে ফোনের মুভমেন্ট অনুভব করতে পারবেন গেমাররা।
স্মার্টফোনে ডিসপ্লে মিলবে ৬.৭৮ ইঞ্চি AMOLED প্যানেল সঙ্গে ফুল HD রেজোলিউশন। বর্তমানে একটি ফোনে মানুষের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকে তার ক্যামেরায়। সেই কথা মাথায় রেখেই হয়ত এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেসন, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দিতে চলেছে আইকিউ।
সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনের অন্যান্য মূল ফিচার্সের মধ্যে রয়েছে ৫জি, কানেক্টিভিটি, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং চার্জিংয়ের জন্য USB টাইপ-সি পোর্ট।
এই স্মার্টফোনে স্টোরেজ ক্ষমতার যদি কথা বলি, তাহলে এতে সর্বোচ্চ 16GB র্যাম এবং 256GB ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। যদিও ফোনের দাম নিয়ে এখনও সংশয় রয়েছে।