হুয়াওয়ের সাবব্র্যান্ড অনার। লন্ডনে তাদের সর্বশেষ স্মার্টফোন উন্মোচন করবে ‘৪৪৪+৪x৪x৪x+(৪+৪)/৪+৪৪/৪’ তারিখে! গত সোমবার পাঠানো এক আমন্ত্রণপত্রে তারিখের স্থানে এমন অদ্ভুত একটি সরল গণিতই লেখা রয়েছে!
ভাবছেন এটা ছাপার ভুল? না, ৪৪৪+৪x৪x ৪x+(৪+৪)/৪+৪৪/৪ সরল গণিতটির সমাধান করলেই উত্তর মিলবে। উত্তর ৫২১। এর অর্থ মে মাসের ২১ তারিখ!
আমন্ত্রণপত্রে লন্ডন ব্রিজের ছবি ব্যবহার করা হয়েছে। উন্মোচনের অপেক্ষায় থাকা এ স্মার্টফোনটি অনার ২০ স্মার্টফোনের সর্বশেষ মডেলের। এ স্মার্টফোনের পেছনের দিকে চারটি ক্যামেরা থাকবে, সে তথ্যটিও আমন্ত্রণপত্রে চার সংখ্যার অধিক ব্যবহারের মধ্য দিয়ে বুঝিয়ে দেয়া হয়েছে।
হুয়াওয়ের সেলফোন বিভাগের প্রধান রিচার্ড ইয়ু গত মাসে চীনের বৃহত্ সামাজিক যোগাযোগ মাধ্যম সিনা উইবোতে যোগ দিয়েছে।
তবে এর পরও অনার ব্র্যান্ড জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রাখতে পারবে বলে আশা করছে হুয়াওয়ে। পাশাপাশি ২০২০ সালের মধ্যে সাবব্র্যান্ড অনারকে নিয়ে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হতে চায় হুয়াওয়ে। খবর জেডনেট।