গেমিং হ্যান্ডহেল্ড ডিভাইস তৈরিতে শুরু থেকেই এগিয়ে অ্যানবারনিক। সম্প্রতি আরজি৪০৫ভি নামের নতুন হ্যান্ডহেল্ড উন্মোচন করেছে কোম্পানিটি। তাদের দাবি এ ডিভাইসের মাধ্যমে গেম খেলার অভিজ্ঞতায় পরিবর্তন আসবে। ছয় মাস আগে আরজি৪০৫এম উন্মোচন করা হয়েছিল।
নতুন ডিভাইসে ৬৪০×৪৮০ পিক্সেলের ৪ ইঞ্চি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ইউনিসকের টাইগার টি৬১৮ চিপসেট দেয়া হয়েছে এবং ৪ জিবি এলপিডিডিআরফোরএক্স র্যাম রয়েছে। এতে ১২৮ জিবি এএমএমসি ফ্ল্যাশ স্টোরেজও রয়েছে, যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এতে দেয়া পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। একবারের ফুল চার্জে ডিভাইসটি ৯ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। উড গ্রেইন, ট্রান্সপারেন্ট ও গ্রে—এ তিন রঙে অ্যানবারনিক আরজি৪০৫এম গেমিং হ্যান্ডহেল্ড কেনা যাবে।
ডিভাইসের বেজ মডেলের দাম ১২৯ ডলার ৯৯ সেন্ট। ১২৮ ও ২৫৬ জিবি মাইক্রোএসডি কার্ড স্টোরেজ ভার্সনগুলোর দাম ১৪৪ ডলার ৯৯ সেন্ট ও ১৫৯ ডলার ৯৯ সেন্ট।