বাংলাদেশ স্কাউটস (বিএস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ব্যবস্থাপনা ও পরিচালনায় ১৪-১৫ সেপ্টেম্বর ২০২৩ বিএস-এর জাতীয় সদর দপ্তরে “ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিএস-এর ১৩ টি অঞ্চলের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
বিএস-এর জাতীয় কমিশনার (আইসিটি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান-বিপিএএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিএস-এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।
উপস্থিত ছিলেন কোর্স পরিচালক বিএস-এর জাতীয় উপ কমিশনার (আইসিটি) ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জহুরুল হক, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ও বিএস-এর জাতীয় উপ কমিশনার (সংগঠন) এস এম ফেরদৌস, বিএস-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) উনু চিং, এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট মাশরুর মোহাম্মদ শান্ত এবং প্রোগ্রাম এসোসিয়েটস কাজী মুহাইমিনুল ইসলাম প্রমূখ।
বিএস-এর জাতীয় উপ কমিশনার (আইসিটি) এবং পরিবেশ, বন ও জলবায়ু পবিবর্তন মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ আবু নাসার উদ্দিন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএস-এর আইসিটি বিষয়ক জাতীয় কমিটির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব (আইসিটি বিভাগ) এন এম জিয়াউল আলম-বিপিএএ। উপিস্থিত ছিলেন বিএস-এর জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও বিপণন) মীর মোহাম্মদ ফারুক, বিএস-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) উনু চিং প্রমূখ। উভয় অনুষ্ঠান পরিচালনা করেন বিএস-এর আইসিটি বিভাগের উপ পরিচালক মোঃ হামজার রহমান শামীম-এএলটি।
প্রশিক্ষণের উল্লেখযোগ্য বিষয় ছিল, ১৩টি অঞ্চলের ওয়েব সাইটের বর্তমান অবস্থা জেনে পরবর্তী করনীয় সম্পর্কে ধারনা অর্জন। ওয়েব সাইটে লগ ইন, সাইট ম্যানেজার, ইউজার ম্যানেজার, রিপোট, অ্যাডমিন প্যানেলের কনটেন্ট, মেন্যুস, অডিট লগ, কনটেন্ট: অফিস প্রধান, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, নোটিশ, পাতা, ফরম, ফাইল, সেবা বক্স, সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক ইত্যাদি বিষয়ে জানা ও অনুশীলন করা। অংশগ্রহণকারী সকলে অঙ্গীকার করেন যে, নিজ নিজ অঞ্চলের ওয়েব পোর্টাল হালনাগাদ রাখবেন। বিএস প্রতি মাসে ওয়েব পোর্টাল হালনাগাদ বিষয়ক সেরা অঞ্চল ঘোষণা করবে।