মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় প্রযুক্তিগত উদ্ভাবন ছড়িয়ে দিতে চায় নকিয়া। এ লক্ষ্যে দুবাইয়ে নতুন ল্যাবরেটরি স্থাপনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর পাশাপাশি কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিংয়ের (এমএল) বিকাশের ব্যাপারেও আশাবাদী।
সংশ্লিষ্টদের মতে, উদ্ভাবন পরিচালনায় নকিয়ার ল্যাবটি এ অঞ্চলের অন্যতম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র হিসেবে কাজ করবে।
এক বিবৃতিতে নকিয়া জানায়, নতুন ল্যাবরেটরিতে তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হবে। এগুলো হলো ফাইভজি কমিউনিকেশনে অ্যানির্যান সলিউশন, প্রাইভেট ওয়্যারলেস ও ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক ইন্টেলিজেন্সের জন্য মান্তারে সলিউশন।