পৃথিবীর শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল নতুন ম্যাকবুক প্রো মডেলের ল্যাপটপ এনেছে। এটা বিশ্বের অন্যতম হাই-এন্ড ল্যাপটপ কম্পিউটার।
অবাক করা ফিচার হল, এই ল্যাপটপে পাওয়া যাবে ১২৮ জিবি র্যাম এবং ৮ টেরাবাইট এসএসডি স্টোরেজ। ম্যাকবুক প্রো-তে হাই এন্ড এম৩ চিপসেট যোগ করেছে কোম্পানি। নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপের দাম শুনলে আঁতকে উঠবেন আপনিও। যেই দামে হয়ে যাবে একটি নতুন গাড়ি।
এসক্রে ফাস্ট নামের এক ইভেন্টে ল্যাপটপসহ একাধিক নতুন ডিভাইস সামনে আনে কোম্পানি। যার মধ্যে অন্যতম ম্যাকবুক প্রো। ডিভাইসটির দাম ৮ লাখ টাকারও বেশি।
তবে কেউ যদি বেস মডেল কিনতে চান তাহলে তাকে খরচ করতে হবে প্রায় ৫ লাখ টাকা। যেখানে ৪৮ জিবি র্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ পাওয়া যাবে। এই ল্যাপটপে বেশ কিছু কাস্টমাইজেশনের সুবিধাও রেখেছে সংস্থা। তবে যারা একটু বেশি পারফরম্যান্স চান তারা নিতে পারেন ১৬ ইঞ্চি স্ক্রিনের ১২৮ জিবি র্যাম সম্পন্ন ম্যাকবুক। যার জন্য ১ লাখ টাকা বেশি খরচ করতে হবে।
কেউ যদি স্টোরেজ আরেকটু বাড়াতে চান, তাহলে ৮ টেরবাইট এসএসডি স্টোরেজের ভার্সন নিতে পারেন।
এটি সবথেকে দামি এবং শক্তিশালী ম্যাকবুক প্রো মডেল। এই ল্যাপটপে ভিডিও এডিটিং এবং উন্নত মানের গেমস খেলা যাবে।