হারমনিওএসের মাধ্যমে হুয়াওয়ে প্রথম নিজস্ব অপারেটিং সিস্টেম উন্মোচন করে। প্রতিনিয়ত এর নতুন ভার্সন আনা ও উন্নয়নে কাজ করছে কোম্পানিটি। সম্প্রতি শাওমিও এমআইইউআই থেকে বেরিয়ে হাইপারওএস চালুর কথা জানিয়েছে। এ দুটি কোম্পানি ছাড়াও সম্প্রতি চীনের আরেক প্রযুক্তি জায়ান্ট ভিভো ব্লুওএস চালুর কথা জানিয়েছে।
চলতি বছর আয়োজিত ভিভো ডেভেলপার সম্মেলনে কোম্পানির পক্ষ থেকে নতুন ওএস চালুর বিষয়টি জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ২০১৮ সাল থেকে ব্লুওএসের উন্নয়ন কার্যক্রম শুরু হয়। অ্যান্ড্রয়েড অ্যাপ ইকোসিস্টেমে যে সমস্যা রয়েছে তার সমাধানে এটি চালুর উদ্যোগ নেয় ভিভো। এছাড়া বিশ্বের প্রথম অপারেটিং সিস্টেম হিসেবে এতে রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে বলে জানা গেছে।
ব্লুওএসের তিনটি মূল ফিচার রয়েছে। এগুলো হলো স্মার্ট ইন্টার্যাকশন, আরামদায়ক ব্যবহারিক অভিজ্ঞতা এবং ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা। এ অপারেটিং সিস্টেমটি বিভিন্ন ইনপুট পদ্ধতি যাচাই করতে পারবে। এর মধ্যে টেক্সট বা লেখনী, ভয়েস, জেসচার এমনকি ব্রেনের তরঙ্গও রয়েছে। ব্লুওএসে ব্লুএক্সলিংক কানেকশন প্রটোকলও ব্যবহার করা যায়। এর মাধ্যমে স্বাধীনভাবে যেকোনো ফাইল নিরাপদে একাধিক ডিভাইসে আদান-প্রদান করা যায়।