কম্পিউটারকে ভাইরাস-এর আক্রমণ থেকে বাঁচাতে কত চেষ্টাই না আমরা করি। টাকা খরচ করে অ্যান্টি-ভাইরাস ব্যবহার করি। অ্যান্টি-ভাইরাস কিনে ইনস্টল করি। অনেকে আবার অনলাইন থেকেই বিভিন্ন নামী অ্যান্টি-ভাইরাসের ‘ট্রায়াল ভার্সান’ বদলে বদলে ব্যবহার করে থাকেন। নানা ধরনের ভাইরাস, ম্যালওয়্যার, স্প্যাম, স্ক্যামের আক্রমণে নিজের পিসিকে নিরাপদ রাখা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়েছে। ভালো একটি অ্যান্টিভাইরাস হতে পারে এক্ষেত্রে প্রথম এবং শক্তিশালী হাতিয়ার।
রমজান মাস উপলক্ষে টেকজুম পাঠকদের জন্য রিভ ইন্টারনেট সিকিউরিটি ফ্রি দিচ্ছে রিভ সিস্টেমস । বাংলাদেশের নিজস্ব সাইবার সিকিউরিটি পণ্য রিভ অ্যান্টিভাইরাসের ওয়েবসাইটের http://bit.ly/2Y8SiWJ লিংক থেকে অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি কিংবা টোটাল সিকিউরিটি যেকোনো ভার্সনের ৩০ দিনের ফ্রি ট্রায়াল ডাউনলোড করে ব্যবহার করলেই এই সুযোগ পাওয়া যাবে। চলবে মে ৩১ পর্যন্ত ।
৬ মাস মেয়াদের এই লাইসেন্সে কম্পিউটারের সম্পূর্ণ নিরাপত্তার পাশাপাশি একই লাইসেন্স ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও।
কীভাবে ফ্রি লাইসেন্স পাবেন:
– আপনার কম্পিউটার থেকে http://bit.ly/2Y8SiWJ ভিজিট করুন এবং Internet Security ডাউনলোড করুন।
– ৩০ দিনের ফ্রি ট্রায়াল ইন্সটল করুন।
– ইন্সটলের সময় আপনি যে ইমেইল আইডি ব্যবহার করেছেন এবার সেই আইডিটি টেকজুম এর ফেসবুক পেজে ইনবক্সে করুন । পেজ এর লিংক https://www.facebook.com/Techzoom.TV/?epa=SEARCH_BOX
– ফিরতি ম্যাসেজে আমরা আপনার সংগে ফ্রি লাইসেন্স শেয়ার করবো।