আরওজি সিরিজে নতুন গেমিং ফোন আনতে যাচ্ছে আসুস। আনুষ্ঠানিকভাবে আরওজি উইবো অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে আগামী ১৬ জানুয়ারি চীনে নতুন গেমিং ফোনটি উন্মোচন করা হবে বলে জানানো হয়েছে।
আসুস আরওজি ফোন ৮ সিরিজের গ্লোবাল টিজার প্রকাশ করেছে। যেখানে স্মার্টফোনটির নতুন ডিজাইনের ক্যামেরা মডিউলটি তুলে ধরেছে। খবর জিএসএম অ্যারেনা।
তাইওয়ানভিত্তিক টেক ব্র্যান্ড আসুসের পরবর্তী প্রজন্মের এ গেমিং হ্যান্ডসেটে ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে। আরওজি ফোন ৮ সিরিজ লাইনআপে স্ট্যান্ডার্ড, প্রো এবং আলটিমেট নামে তিনটি ভ্যারিয়েন্ট থাকবে। আরওজি ফোন ৮ আলটিমেট ভার্সনটির স্কোর গত সেপ্টেম্বরে বেঞ্চমার্ক প্লাটফর্মে দেখা গিয়েছিল। এছাড়া আসুস আরওজি ফোন ৮ এবং আসুস আরওজি ফোন ৮ প্রো এরই মধ্যে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে।
বেঞ্চমার্ক লিস্টিং অনুযায়ী, আসুস আরওজি ফোন ৮ এবং আসুস আরওজি ফোন ৮ প্রো-এ ‘পাইনঅ্যাপল’ কোডনেম যুক্ত একটি মাদারবোর্ড অন্তর্ভুক্ত রয়েছে। যাতে ২ দশমিক ২৭ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি কোর, ২ দশমিক ৯৬ গিগাহার্টজ গতিতে রান করা পাঁচটি কোর ও ৩ দশমিক ১৯ গিগাহার্টজের একটি প্রাইম কোর রয়েছে।
ফোনটি ১৬ জিবি ও ২৪ জিবি র্যাম থাকবে৷ তবে লঞ্চের সময় আসুস আরওজি ফোন ৮ এবং আসুস আরওজি ফোন ৮ প্রো একাধিক র্যাম এবং স্টোরেজ ভার্সনে বাজারে আসতে পারে। এ গেমিং ফোনগুলো অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া দামের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। চীনের বাজারে উন্মোচনের পর আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারে আনার তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।