নিবন্ধনবিহীন সব মোবাইল ফোন খুব তাড়াতাড়ি দেশের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ ঘোষণার পর থেকেই অনেকে হন্য হয়ে খুঁজছেন মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর।
নিজেদের ওয়েব সাইটে মোবাইল ফোনের নিবন্ধন যাচাই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বিটিআরসি। এই নির্দেশনা থেকে খুব সহজেই জানা যাবে মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর। মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জানা না থাকলে ডায়াল অপশনে গিয়ে *#০৬# চাপলে আইএমইআই নম্বর পাওয়া যাবে। এছাড়াও মোবাইলের বক্সে কিংবা মোবাইলের পেছনে একটি স্টিকারেও এই নম্বর লেখা থাকে।
neir.btrc.gov.bd ওয়েব লিংকে গিয়ে বিদ্যমান সিটিজেন পোর্টাল থেকে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সম্পর্কে আরও জানতে ডায়াল করতে পারেন বিটিআরসি’র হেল্পডেস্ক নম্বর ১০০ অথবা মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১ এ।