২০১৮ সালের দ্বিতীয়ার্ধে নিজেদের প্লাটফর্ম থেকে ১ লাখ ৬৬ হাজার ১৫৩টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। সন্ত্রাসবাদে যোগসাজশ থাকায় এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
টুইটার গত বছরের প্রথমার্ধে একই ধরনের অভিযোগে মোট যে পরিমাণ অ্যাকাউন্ট বন্ধ করেছে, দ্বিতীয়ার্ধে তার এক-পঞ্চমাংশ বন্ধ করা হয়েছে।
টুইটার, ফেসবুক ও গুগল তাদের প্লাটফর্মের মাধ্যমে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়া নিয়ে বৈশ্বিক চাপে রয়েছে। এ পরিস্থিতিতে সন্ত্রাসবাদ বিষয়ে ছাড় দিতে নারাজ টুইটার।
বিবৃতিতে টুইটার জানায়, গত বছরের দ্বিতীয় প্রান্তিকে যত সংখ্যক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, তার অন্তত ৯১ শতাংশ স্বয়ংক্রিয় পদ্ধতিতে শনাক্ত করা হয়। ফেক অ্যাকাউন্ট শনাক্তের এ প্রযুক্তি টুইটারের নিজস্ব উন্নয়ন করা।
বিবৃতি অনুযায়ী, বিশ্বের কোনো না কোনো দেশের সরকারের অনুরোধে অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়। গত বছরের দ্বিতীয়ার্ধে বিশ্বের ৮০টি দেশ থেকে অ্যাকাউন্ট বন্ধের অনুরোধ পেয়েছে টুইটার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অনুরোধ ছিল।