অ্যান্ড্রয়েড অটোর মেসেজের বার্তাকে সংক্ষিপ্তকরণের ফিচার যোগ করেছে গুগল। জেমিনি এআইয়ের মাধ্যমে এ ফিচার চালু করেছে গুগল। চলতি সপ্তাহ থেকে মেসেজিং অ্যাপে গুগলের চ্যাটবটের অ্যাকসেস পাবে অ্যান্ড্রয়েড অটোর ব্যবহারকারীরা। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা এআই দিয়ে মেসেজ তৈরি ও ইভেন্ট পরিকল্পনা করতে পারবে।
এখন থেকে গাড়ি চালানোর সময় অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীর কাছে একাধিক মেসেজ আসলে গুগলের জেমিনি এআই প্রযুক্তির মাধ্যমে তা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করবে। এতে চালকের ড্রাইভিংয়ে মনোযোগ রাখতে সহজ হবে। এছাড়া এআইয়ের রিপ্লাই সাজেশনের মাধ্যমে খুব সহজে গাড়ির চালক যেকোনো মেসেজের উত্তর দিতে পারবে।
বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অ্যান্ড্রয়েডের জন্য আরো নতুন কিছু ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল। যার মধ্যে রয়েছে এআই জেনারেট করা ছবির ক্যাপশনের জন্য লুকআউট অ্যাপ, যার মাধ্যমে ব্যবহারকারী অনলাইন বা মেসেজে পাওয়া যেকোনো ছবির বর্ণনা জানতে পারবে। নতুন এ ফিচার বর্তমানে শুধু ইংরেজি ভাষায় চালু হলেও আগামীতে আরো ভাষায় আনা হবে বলে জানিয়েছে গুগল।
এছাড়া গুগল লেন্স অ্যাপে নতুন স্কিনরিডার ফিচার আনা হচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের ক্যামেরা ব্যবহার করে যেকোনো কিছু সম্পর্কে বিস্তারিত জানতে সক্ষম হবে।
এরই সঙ্গে স্পটিফাই কানেক্ট নামের আরো একটি ফিচার আনছে গুগল, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজে একাধিক ডিভাইসে মিডিয়া সুইচ করতে পারবে।