কোনো অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহারকারীদের চ্যাটজিপিটি ব্যবহারের সুবিধা চালু করেছে ওপেনএআই। সবার কাছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট পৌঁছে দেয়ার লক্ষ্য বাস্তবায়নে এ উদ্যোগ।
এক বিবৃতিতে ওপেনএআই জানায়, অ্যাকাউন্ট ছাড়া যারা এটি ব্যবহার করবে তাদের জন্য বেশকিছু নিরাপত্তা ফিচারও চালু করা হয়েছে। এর মধ্যে যেকোনো কমান্ড ব্লক করার পাশাপাশি আরো ক্যাটাগরিতে ছবি তৈরির মতো সুবিধা রয়েছে। বর্তমানে বিশ্বের ১৮৫টি দেশের ১০ কোটি মানুষ প্লাটফর্মটি ব্যবহার করছে।